আইন-আদালত

কোনো মন্তব্য করব না, দেখি কী হয় : অ্যাটর্নি জেনারেল

‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। দেখি কী হয়’। বলছিলেন- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Advertisement

প্রশ্নটি ছিল- ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়ে আইন করার প্রয়োজন আছে কি না- এর জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। বিচারপতিদের অপসারণে আইন তৈরি করা হবে কি না সেটা সংসদের ব্যাপার। দেখি কী হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের মামলার রায়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু রিভিউয়ের আদেশে সব বাতিল করে দেয়া হয়। সমস্ত আইন নতুন করে করতে বলা হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত আজ যখন সকালে বসেছিল তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী, বারের সভাপতি-সম্পাদকও ছিলেন। তারা কতগুলো সংবাদপত্র নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। ষোড়শ সংধোনীর রায়ের বিষয়ে বিচারপতি খায়রুল হক সাহেব যে বক্তব্য দিয়েছেন তার বিষয়ে ওনারা বলতে চেয়েছেন এতে আদালত অবমাননা হয়েছে।

Advertisement

এফএইচ/জেডএ/জেআইএম