বিনোদন

কিশোর কুমারকে নিয়ে যা বললেন বাপ্পি লাহিড়ী

বাংলা গানের দুই কিংবদন্তি আরডি বর্মণ ও কিশোরকুমার। দুজনেই সমৃদ্ধ করে গেছেন বাংলা গানকে। সম্প্রতি কলকাতায় কিশোর কুমার স্মরণে একটি বিচিত্রানুষ্ঠানে এসে তাকে নিয়ে কথা বলেন আরেক জীবন্ত কিংবদন্তি বাপ্পি লাহিড়ী।

Advertisement

সেখানে তিনি বললেন, কিশোর কুমার তার সম্পর্কে মামা হলেও নিজের ছেলে অমিত কুমারের থেকেও বাপ্পিকেই বেশি ভালোবাসতেন কিশোর। তিনি বলেন, ‘কিশোরমামার ছেলে হতে পারে অমিত, কিন্তু আমায় মামা অন্য চোখে দেখতেন। মামার জীবনের প্রতিটি মুহূর্তে আমি ছিলাম সঙ্গী। আমায় তিনি ভরসা করতেন। সন্ধে সাড়ে সাতটার পর আমি ছাড়া িকাউকে বাড়িতে ঢুকতে দিতেন না।’

তিনি আরও বলেন, ‘আমার এত গান উনি গেয়েছেন, যে আমি ধন্য। স্টুডিওতে এসে জিজ্ঞাসা করতেন, ‘আজ কার গান গাইতে হবে রে?’ জিতেন্দ্র হলে একরকম গলা, অমিতাভ বচ্চন হলে আর এক রকম! আর কেউ পারবেন। আমার কিন্তু মনে হয় না।’

কিশোর কুমারের শেষ দিনটি এখনও তাঁর স্মৃতিতে উজ্জ্বল বলেই স্মৃতি হাতড়ে জানালেন। বাপ্পি বলেন, ‘কিশোরমামা আমার ছবি ‘ওয়াক্ত কি আওয়াজ’র গান রেকর্ডিং করছিলেন। গুরু গুরু হো যা শুরু। শেষ করতে করতে সন্ধে ৬টা বেজে গেল। তার পরদিন সকালে জানতে পারলাম, মামা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। আর ফিরবেন না। সেই শোক আমি আজও ভুলতে পারিনি। তিনি চিরকাল আমার অভিভাক হয়ে ছায়া দিয়েছেন। আজও।’

Advertisement

এলএ/আরআইপি