আন্তর্জাতিক

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল যাচ্ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তিনি এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যাচ্ছেন। অবশ্য সফরের নির্দিষ্ট দিন এখনো পর্যন্ত ঠিক হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর সিনহুয়াখবরে বলা হয়, সুষমা স্বরাজ নিজেও এ বছর ফিলিস্তিন, জর্ডান এবং ইসরায়েল সফরে যাবেন। ভারতের সঙ্গে ইসরায়েলের `পূর্ণ` কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে ১৯৯২ সালে। কিন্তু এখন পর্যন্ত কোনো ভারতীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ইসরায়েল সফরে যাননি। অবশ্য ২০০৩ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারন ভারত সফরে এসেছিলেন।স্থানীয় গণমাধ্যমকে সুষমা স্বরাজ জানান, মোদির ইসরায়েল সফরের দিন ঠিক হবে দু`দেশের পারস্পরিক সুবিধার ওপর নির্ভর করেই। ফিলিস্তিনের প্রতি ভারতের পলিসি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। সুষমা বলেন, ইসরায়েল বন্ধু রাষ্ট্র হলেও ফিলিস্তিনের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেবে না ভারত।এর আগে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানী ইসরায়েলে গিয়েছিলেন। জেআর/বিএ/পিআর

Advertisement