নিম্ন আদালতের বিচারকদেরকে ২০০ ট্যাব দেয়া হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারকগণ এসব ট্যাবলেট পিসি পাচ্ছেন। বিচারকদের প্রদানের লক্ষ্যে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তার দফতরে এসব ট্যাবলেট প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।এ উপলক্ষ্যে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ ডিজিটালাইজেশন কর্মকাণ্ডের অংশ হিসেবেই বিচারকদের এ ট্যাবলেট দেয়া হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ তরান্বিত হবে যা মামলাজট কমাতে সহায়ক হবে।প্রধান বিচারপতি এসকে সিনহা শনিবার মহিলা জজ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগ ডিজিটালাইজেশনে পিছিয়ে আছে বলে মন্তব্য করেন এবং বিচারকগণ সরকারি বরাদ্দের আওতায় ট্যাবলেট পাননি বলে উল্লেখ করেন। প্রধান বিচারপতির এ মন্তব্যের দু’দিনের মাথায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে বিচারকদের জন্য এসব ট্যাবলেট সংগ্রহ করা হয়।এসএ/বিএ/আরআই
Advertisement