খেলাধুলা

বিকেএসপিতে খেলতে রাজি নয় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার আর খুব বেশি বাকি নেই। আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা স্টিভেন স্মিথের দল। এরপর ফতুল্লায় একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে ফতুল্লার প্রস্তুতি ম্যাচ নিয়ে শুরু হয়েছে ঘোর অনিশ্চয়তা। কারণ স্টেডিয়ামের বাইরে, আউটার স্টেডিয়াম পুরোপুরি ময়লা পানিতে নিমজ্জিত। এদিকে, বিসিবির ভাবনায় বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি থাকলেও, দূরত্বের কথা ভেবে সেখানে খেলতে রাজি নয় অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Advertisement

পাপন বলেন, ‘প্রস্তুতি ম্যাচের ভেন্যুটা নিয়ে সত্যিই আমরা একটু দুশ্চিন্তায় আছি। বিকল্প ভেন্যু হিসেবে আমরা রেডি ছিলাম বিকেএসপিকে নিয়ে। কিন্তু এটার দূরত্ব নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, এটা এক ঘণ্টার মতো জার্নি, এটা সম্ভব না। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে, সেখানে তাড়াতাড়ি নেয়ার পথ আছে কিনা। আর তার বিকল্প হিসেবে অন্য কোন জায়গায় খেলানো যায় কিনা। আমরা সিলেটের কথাও তাদেরকে বলেছি এবং ঢাকায় আরো দু’টো জায়গার কথা আমরা তাদের বলেছি।’

এদিকে ফতুল্লায় ম্যাচ আয়োজনের সম্ভাব্য সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিসিবি। বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়া জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘আমরা এখনো ফতুল্লা ভেন্যু বাতিল করিনি। আমাদের ( বিসিবির ) উদ্যোগে শুরু হয়েছে পানি নিষ্কাশন ও মাঠ খেলা উপযোগি করার কাজ। আমরা ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আয়োজনের প্রাণপণ চেষ্টাই করবো।’

এমআর/পিআর

Advertisement