তথ্যপ্রযুক্তি

গোপনেই বন্ধ হল ‘লাইফস্টেজ’

অনেকটা গোপনেই ছবি বিনিময়ের অ্যাপ স্ন্যাপচ্যাটের আদলে নিজেদের তৈরি ‘লাইফস্টেজ’ অ্যাপের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফেসবুক। মাত্র এক বছর আগে এই অ্যাপটি চালু হয়েছিল। কিন্তু ব্যবহার পদ্ধতি বেশ জটিল হওয়ায় শুরু থেকেই কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হয় অ্যাপটি।

Advertisement

এই অ্যাপের মাধ্যমে সামাজিক যোগাযোগের পাশাপাশি সেলফি এবং ভিডিও বন্ধুদের সঙ্গে বিনিময় করা যেত।

যদিও অ্যাপ স্টোর এবং গুগল প্লেস্টোর থেকে লাইফস্টেজ অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুক। তাই ধারণা করা হচ্ছে বিভিন্ন সুবিধা যুক্ত করে আবারও অ্যাপটি চালু করবে তারা।

সূত্র : ম্যাশেবল

Advertisement

এমএমজেড/এনএফ/আইআই