জাতীয়

হজ ব্যবস্থাপনায় বিঘ্ন : ১৯ এজেন্সিকে নোটিশ

হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে ১৯ এজেন্সিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রনালয়। বুধবার আশকোনার হজ অফিস, ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ জারি করা হয়।

Advertisement

নোটিশে বলা হয়, গত ৮ আগস্ট ১৯ এজেন্সি মালিক/ অংশীদার/ পরিচালক/ চেয়ারম্যানদের ভিসা সংক্রান্ত সভায় উপস্থিত থাকার জন্য চিঠি ও টেলিফোনে অনুরোধ জানানোর পরও তারা উপস্থিত হননি। তাদের অনুপস্থিতির জন্য হজ ব্যবস্থাপনায় বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এ কারণে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা লিখিতভাবে আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে জানাতে অনুরোধ জানানো হয়। অন্যথায় হজযাত্রী প্রেরণে জটিলতা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্টকে বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

যে সকল এজেন্সিকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়- বদরপুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (২৪১ জন), আজমল ট্রেড ইন্টারন্যাশনাল (১৫৯ জন), গোল্ডেন ট্রাভেলস অ্যান্ড কার্গো সার্ভিসেস (২৫১ জন), ঢাকা হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলস (১৮২ জন), হাবিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (২২০ জন), হা-মিম ট্রাভেল অ্যান্ড ট্যুরস (১৫৪ জন), এমএএম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুর (১৫০ জন), এম/এস এম নুর ই মদিনা হাজি ট্রাভেলস (২০৮ জন), মাবরুর এয়ার ইন্টারন্যাশনাল (১৬৪ জন), মাহির হজ সার্ভিসেস অ্যান্ড ট্যুরস (১৭২ জন), মক্কা বাবে জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১৫৮ জন), মেছফালা ট্রাভেলস (২২৫ জন), এমএইচএম ওভারসিজ (১৮০ জন), পেনাং ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১৫১ জন), এম/এস মক্কা অ্যান্ড মদিনা ট্রাভেলস (২৬৫ জন), সাকের হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলস (১৫৪ জন), মিম ট্রাভেলস ইন্টারন্যাশনাল (১৬৮ জন), তাওসিফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১৫৫ জন) ও এম আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস (২০৯ জন)।

এমইউ/এএইচ/জেআইএম

Advertisement