জামালপুরের চন্দ্রা বিজিবি ক্যাম্প রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- জামালপুর শহরের কম্পপুর এলাকার রেহান আলীর ছেলে ছানোয়ার হোসেন (২৮), মৃত তৈয়ব আলীর ছেলে ইন্তাজ আলী, নওশের আলীর ছেলে হোসেন আলী (৪৫), শহরের চন্দ্রা এলাকার শাহ আলীর ছেলে মির হোসেন (৩০) এবং আব্দুল বারেকের ছেলে অটোরিকশাচালক আব্দুর রহিম (৪৫)।
এ ঘটনায় আহত সালেহা বেগম (২৮), ফরিদুল (৪২) এবং গুল বক্সকে (৪৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা এলাকায় বিজিবি রেল ক্রসিং পয়েন্টে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছানোয়ার নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলই নিহত হন। এ সময় আহত হন আরও ছয়জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আব্দুর রহিম, মির হোসেন, ইন্তাজ আলী নামে আরও তিনজনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে হোসেন আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
Advertisement
জামালপুর জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম মজুমদার দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভ্র মেহেদী/আরএআর/এমএস