খেলাধুলা

বেতন না বাড়ানোয় নারী ক্রিকেটারদের ক্ষোভ

বাংলাদেশের ক্রিকেট আগের তুলনায় বদলে গেছে অনেক। দিন দিন উন্নতির শিখরে আরোহন করছে এ দেশের ক্রিকেট। বয়স ভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দল- চলে গিয়েছে অনন্য উচ্চতায়। পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে ক্রিকেট খেলে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে নারী ক্রিকেটাররাও। অথচ এই নারী ক্রিকেটাররাই কিনা ভুগছে বেতন বৈষম্যে। তাদের বেতন-ভাতা বাড়ানোর কথা থাকলেও বিসিবি এ ব্যাপারে রয়েছে নিশ্চুপ। এ কারণে ক্ষুদ্ধ নারী ক্রিকেটাররা।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নারী ক্রিকেটার জাগো নিউজের কাছে তাদের আক্ষেপের কথা তুলে ধরেন। তেমনই এক নারী ক্রিকেটার জাগো নিউজকে বলেন, ‘আমরাও দেশকে প্রতিনিধিত্ব করছি; কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে কোন কথাই বলে না কেউ। অথচ পুরুষ দলের বেতন নিয়ে তারা বেশি চিন্তা করেন।’

শুধু বেতন-ভাতাই নয়, পাশাপাশি সুযোগ-সুবিধার অভাবের কথাও বললেন অপর এক ক্রিকেটার। তিনি বলেন, ‘শুধু যে বেতন কম তাই নয়, আমাদের তো সেভাবে সুযোগ-সুবিধাও থাকে না। এই যে এখন আমাদের ক্যাম্পটা মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছে!’

আরেক নারী ক্রিকেটার ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা তো আর বোর্ড মিটিংয়ে গিয়ে বলতে পারিনি, আমাদের বেতন বৃদ্ধি করা হোক। আমাদের কষ্টটা বোর্ডেরই বোঝা উচিত।’

Advertisement

এ বিষয়ে কথা বলার জন্য বিসবি উইমেন উইং-এর চেয়ারম্যান আব্দুল আউয়াল ভুলুর ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এমনকি তাকে ক্ষুদে বার্তা পাঠানোর পরও এ বিষয়ে কোনো প্রত্যুত্তর দেননি তিনি।

এমএএন/আইএইচএস/জেআইএম