দেশজুড়ে

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যু

নীলফামারীর ডিমলায় রোববার রাত ১১টায় সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে ২ জন মেধাবি ছাত্রের মরদেহ ডিমলায় আসলে এলাকায় শোকের মাতম শুরু হয়। রোববার বিকেলে ডিমলা থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীর (সুকান দিঘি) নামক স্থানে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী ডিমলা আদর্শ পাড়ার হরিদাস রায়ের ছেলে সকিন্দ্র (২২) ও একই এলাকার আফাজ উদ্দিনের উদ্দিনের ছেলে বুলেট ইসলাম (২২) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সকিন্দ্র রায় রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বুলেট রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সোমবার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রংপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলির ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ডিমলায় পরিবারের কাছে হস্তান্তর ও আহতদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জাহেদুল ইসলাম/এমজেড/পিআর

Advertisement