বিনোদন

সামিরাকে প্রকাশ্যে আসার চ্যালেঞ্জ করলেন রুবি

সামিরাকে প্রকাশ্যে আসার চ্যালেঞ্জ করলেন রুবি

‘সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা সবকিছু জানে। তার বাবা হীরাও সবকিছু জানে। তাদের কেন কিছু জিজ্ঞেস করা হয় না? সালমান শাহের সবকিছু নিয়ে সে পেছন থেকে চাল মারে। সামনে আসেনা কেন? অসভ্য মেয়ে। তুই পারলে সামনে আয়।’

Advertisement

এভাবেই সালমানের সাবেক স্ত্রী সামিরাকে প্রকাশ্যে আসতে চ্যালেঞ্জ জানালেন আমেরিকা প্রবাসী রুবি সুলতানা। আজ বুধবার (৯ আগস্ট) আমেরিকার স্থানীয় সময় রাত দেড়টায় ফেসবুক লাইভে কথাগুলো বলছিলেন তিনি।

এই রুবি গেল সোমবার ফেসবুক লাইভে এসে সালমান শাহের মৃত্যু জট নিয়ে নতুন তথ্য দিয়েছিলেন। ফেসবুক লাইভে রুবি বলেছিলেন, ‘সালমান শাহ্‌ আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। এর জন্য দায়ী সালমান শাহের স্ত্রী সামিরা ও তার পরিবার।’

সালমান শাহের স্ত্রী সামিরাকে গালাগাল করে রুবি বলেন, ‘সামিরা আমাকে বছরের পর বছর যা বুঝিয়েছে তাই বুঝিয়েছি। ২১ বছর ধরে সে আমাকে বুঝিয়েছে আত্মহত্যা করেছে সামলান শাহ।’ সামিরাকে রুবি আরও বলেন, ‘তুই আমার ছেলেকে ফাঁসাইতে চাইছিস, আমাকেও ফাঁসাইতে চাইছিলি।’

Advertisement

তবে সালমান শাহ খুনের মামলার আসামি এই রুবিকে নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। বিভিন্ন সময় বৈচিত্রময় তথ্য দিচ্ছেন তিনি। সকালে বলা কথার মিল পাওয়া যাচ্ছেনা বিকেলে বলা কথাতে। প্রথমে সালমানকে খুন করা হয়েছে জোর গলায় এমন দাবি করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন তিনি। নিজে সেই খুনের সাক্ষী দেবেন বলেও স্বীকারোক্তি দিয়েছিলেন রুবি।

কিন্তু একদিন পরই বলেন সালমান আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেটি তিনি জানেন না। তিনি কেবল সালমানের মৃত্যুর জন্য সামিরা ও তার পরিবারকে দায়ি করছেন।

এনই/এলএ

Advertisement