জাতীয়

বিকেলে বসছে বাজেট অধিবেশন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ বিকেল সাড়ে ৫টায়। এটি চলমান দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। তবে ৪ জুন বেলা ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশের কার্যসূচি নির্ধারণ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।সূত্র জানায়, এটি হবে বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশন। আগামী ৪ জুন এ অধিবেশনে প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি নবমবারের মতো প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাজেট উত্থাপন। এর আগে বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট প্রস্তাব উত্থাপন করেন। আওয়ামী লীগের আরেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া সাতবারবাজেট উত্থাপন করেন।এদিকে বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সংসদ সচিবালয়। বিশেষ করে বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপির নিরাপত্তা বিধান, তা সংসদে পাঠানো ও বিতরণ, বাজেটোত্তর সংবাদ সম্মেলন এবং কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংসদে এন্ট্রি পাস বিতরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া  হয়েছে। বাজেট উত্থাপনের পর জুন মাসজুড়ে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে। আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে। তবে কতো ঘণ্টা আলোচনা হবে সে বিষয়টি চূড়ান্ত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।গত বছর প্রস্তাবিত বাজেটের ওপর রেকর্ড সংখ্যক ৬৩ ঘণ্টা আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। সংসদ সচিবালয়ের আইন শাখা জানায়, এ অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা ও পাসের বাইরে নিয়মিত প্রশ্নোত্তর, মনোযোগ আকর্ষণীয় নোটিশ নিয়ে আলোচনা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। এ অধিবেশনে ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৪, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫ পাসের অপেক্ষায় আছে। আর সংসদে উত্থাপনের জন্য আরো চারটি বিল জমা পড়েছে। বিলগুলো হচ্ছে- সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, রফতানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বিল-২০১৫ এবং বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫।উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি শুরু হওয়া সংসদের পঞ্চম অধিবেশন গত ২ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া ভাষণের উপর প্রায় ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা হয়। মোট ৩৯ কার্যদিবসের এ অধিবেশনে ১১টি সরকারি বিলের মধ্যে আটটি বিল পাস হয়।এইচএস/বিএ/এমএস

Advertisement