জাতীয়

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই নিয়ে এখন পর্যন্ত (৮ আগস্ট) মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

Advertisement

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বগুড়া সদরের বাসিন্দা মো. আবদুল গফুর শেখ (৬৭) মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট ও পিলগ্রিম নম্বার যথাক্রমে বিএন০১২২২০৪ ও ১৩৯৭০৩৮। একই দিন মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিন্দা মো. বিল্লাহ হোসেন মারা যান। ৫৭ বছর বয়সি বিল্লাল হোসেনের পাসপোর্ট ও পিলগ্রিম আইডি এজি ৪১৬৭৫৫৪ ও ০৭৪৫০৯১।

চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

এমইউ/আরএস/আই্আই