আন্তর্জাতিক

স্নাতক মুসলিম মেয়েদের বিয়েতে উপহার ৬৫ হাজার টাকা

ভারতে মুসলিম সম্প্রদায়ের স্নাতক সম্পন্নকারী মেয়েদের বিয়ের সময় উপহার হিসেবে ৫১ হাজার রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ হাজার) উপহার হিসেবে দেবে সরকার।

Advertisement

উচ্চশিক্ষায় ভারতীয় মুসলিম মেয়েদের আগ্রহ বাড়াতে এ প্রকল্প হাতে নিয়েছে দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়।

তবে যেসব মুসলিম মেয়েরা ‘মাওলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন’ শিক্ষাবৃত্তির অন্তর্ভুক্ত তাদের জন্য বিয়েতে এ উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

‘শাদি শাগুন’ নামে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরে শিগগিরই একটি ওয়েবসাইট চালু করবে মাওলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন। খবর- ডেইলি হান্ট ও জি নিউজের।

Advertisement

এছাড়াও ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মেয়েদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে আরও কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মেয়েদের মধ্যে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের জন্য ১০ হাজার ভারতীয় রুপি (প্রায় ১৩ হাজার টাকা) এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২ হাজার রুপি (প্রায় ১৫ হাজার টাকা) বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

এসআর/আরআইপি

Advertisement