জাতীয়

দুদকের আইপিটিভি চালু হচ্ছে

দুর্নীতি দমন ও প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপিটিভি চালুর উদ্যোগ নিয়েছে। এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে দুদক। দুদক সূত্র এ জানা গেছে।

Advertisement

সূত্র জানায়, সম্প্রতি দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। গত ৭ আগস্ট কমিটিকে স্বতন্ত্র ইন্টারনেট প্রটোকল টেলিভিশন চালুর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব ও প্রয়োজনীয় অর্থব্যয়সহ প্রকল্প বাস্তবায়নে সার্বিক বিষয়াদি সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে বলেছে কমিশন।

কমিটির সদস্য দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুর্নীতি রোধে জনগণকে অধিক সচেতন করার মাধ্যমে দুর্নীতিবিরোধী গণজাগরণ সৃষ্টি করার লক্ষ্যেই দুদক এই টিভি চালুর উদ্যোগ নিয়েছে। টিভিতে আপাতত রেকর্ডকৃত বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা থাকবে। যেখানে ঘুষ লেনদেন রোধে বিভিন্ন ফাঁদ পাতার ঘটনা, গ্রেফতার এবং দুর্নীতির মামলার রায়, গণশুনানি, সংবাদ সম্মেলন, দুর্নীতি দমন ও প্রতিরোধে দুদকের নেয়া নানা কর্মসূচির বিষয় সম্প্রচার করা হবে।

জেএইচ/আরআইপি

Advertisement