আন্তর্জাতিক

মুসলিম এলাকায় বাবরি মসজিদ নির্মাণের পরামর্শ

মুসলিম অধ্যুষিত এলাকায় ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদ নির্মাণের পরামর্শ দিয়েছে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে বোর্ডের পক্ষ থেকে এ কথা হয়।

Advertisement

শুনানিতে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়, বাবরি মসজিদ আর রাম মন্দির একই স্থানে থেকে গেলে ভবিষ্যতে দাঙ্গা শুরু হতে পারে। সেকারণে রাম মন্দির আগের জায়গায় থাকলেও দূরে কোথাও মুসলিম অধ্যুষিত এলাকায় বাবরি মসজিদ নির্মাণের সুপারিশ করা হয়।

ওয়াকফ বোর্ডের দাবি, মসজিদটির এলাকা তাদের আওতায়। আইনি অধিকার বলে তারা মসজিদটির ব্যাপারে আলাপ-আলোচনা করার এখতিয়ার রাখেন।

এখন তাদের সিদ্ধান্ত, রাম মন্দির এবং বাবরি মসজিদের বিরোধ নিষ্পত্তি করবেন। তবে তা বাবরি মসজিদকে সরিয়ে দিয়ে।

Advertisement

বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় ১৯৯২ সালে। ২০১০ সালে মসজিদ ভাঙা মামলায় এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ বাবরি মসজিদের এলাকাটি তিন ভাগে ভাগ করে দেন। তার মধ্যে এক ভাগ পায় সুন্নি ওয়াকফ বোর্ড।

কিন্তু সেই জমিও নিজেদের বলে দাবি করেছে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। সেই দাবিতেই তারা এ ধরনের ‘পরামর্শ’ দিয়েছে।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

কেএ/এমএস

Advertisement