বের হয়ে যান, আমাদের নিউজ দরকার নেই! রোববার রাজধানীতে শিশু অধিকারবিষয়ক একটি কর্মশালায় পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল বাতেন সাংবাদিকদের এ কথা বলেন। তিন-তিনবার সাংবাদিকদের এভাবে বের হয়ে যেতে বলেন তিনি। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বর্জন করেন সাংবাদিকরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটির শুরুতেই নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীকে ভারপ্রাপ্ত আইজিপির ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ফটো সাংবাদিকগণ ক্যামেরার কাজ করছিলেন। এ সময় সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে ডিসি আব্দুল বাতেন বলেন, ‘আপনাদের কে দাওয়াত করেছে, আমরা তো আপনাদের দাওয়াত করিনি। আপনারা কেন এসেছেন। আমাদের নিউজের দরকার নেই, আপনারা বের হয়ে যান।’ অথচ অনুষ্ঠানটি কাভার করতে আগেরদিন শনিবার প্রতিটি সংবাদ মাধ্যম থেকে একজন ক্যামেরাম্যান ও একজন রিপোর্টার পাঠানোর অনুরোধ করে পুলিশ সদরদফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে অনুষ্ঠান কাভারে বাধা দিলো খোদ পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, ‘আমি ভেতরে ছিলাম না। তাই কী ঘটেছে বলতে পারবো না। তবে শুনেছি বাতেন স্যার সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’ ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর সরকার বলেন, ‘ সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা চলছে।’ শিশু অধিকারবিষয়ক এ কর্মশালায় নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী ও পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। এআর/বিএ/আরআইপি
Advertisement