আন্তর্জাতিক

আল-আকসার গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে ইসরায়েল

গত মাসে আল-আকসা মসজিদ বন্ধ করার সময় ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের সম্পত্তি ও অর্থব্যবস্থার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে ইসরায়েল। সোমবার ফিলিস্তিনি সংবাদমাধ্যম ফিলিস্তিন.পিএস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisement

জেরুজালেম ইন্টারন্যাশনাল সেন্টারের চেয়ারম্যান হাসান খাতার বলেন, আল-আকসার বিভিন্ন কক্ষ, লাইব্রেরি ও নথি আর্কাইভ থেকে কাগজপত্র চুরি করেছে ইসরায়েল। গত মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপের সময় এসব নথি চুরি গেছে।

হাসান খাতার বলেন, ‘এসব নথির মাধ্যমে আল-আকসার ওয়াকফ সম্পত্তি, জেরুজালেমের ওয়াকফ বিভাগের আবাসন সম্পত্তির দখল ইসরায়েলের হাতে চলে যাবে।’ এসব নথি হারিয়ে যাওয়াকে ‘প্রকৃত বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, নথিগুলোর মধ্যে বিস্তারিত, গোপনীয় তথ্য- উপাত্ত ও স্বাক্ষর রয়েছে। এতে জেরুজালেমের ওল্ড সিটির ৯০ শতাংশের বেশি নথি আছে।

Advertisement

খাতার বলেন, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ জাল নথি তৈরির মাধ্যমে জেরুজালেমের ধ্বংস সাধন করবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

এসআইএস/জেআইএম

Advertisement