আইন-আদালত

‘বিচারপতির মৃত্যুতে মানবতা‌বি‌রোধী অপরাধের বিচার ব্যাহত’

বিচারপ‌তি আ‌নোয়ারুল হকের মৃত্যুর কারণে মু‌ক্তিযু‌দ্ধের সময় সংগ‌ঠিত মানবতা‌বি‌রোধী অপরা‌ধের জন্য গ‌ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা‌লের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে ব‌লে মন্তব্য ক‌রেছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কমকর্তা এম সানাউল হক।

Advertisement

তি‌নি ব‌লেন, ‘ট্রাইব্যুনা‌লের চেয়ারম্যান মারা যাওয়ার পর থে‌কে প্রায় ১০ জন সাক্ষীকে ঢাকা থেকে ফেরত পাঠা‌নো হয়েছে। চেয়ারম্যানের মৃত্যুতে ট্রাইব্যুনা‌লের কাজ না চলায় বিচারকাজ ব্যাহত হ‌চ্ছে।’

মঙ্গলবার দুপু‌রে তদন্ত সংস্থার ধানম‌ন্ডির কাযার্ল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি আরও বলেন, খুলনার ৮ আসামির বিরুদ্ধে মানবতাবি‌রোধী অপরা‌ধের অভি‌যো‌গের তদন্ত প্র‌তি‌বেদন চূড়ান্ত ক‌রা হ‌য়ে‌ছে। প্রসিকিউশনের কা‌ছে আজই তা জমা দেওয়া হবে। আমরা চাই ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করে বিচারকাজ আবারও শুরু হোক।

Advertisement

গত ১৩ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিচারপতি আনোয়ারুল হকের। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি থেকে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১৫ সালে ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় হলে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।

এফএইচ/এমএমজেড/এসআর/জেআইএম