দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। তবে অস্ট্রেলিয়ার এ সফরটি সহজ হবে না। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।
Advertisement
ওয়ানডেতে বাংলাদেশ এখন সবার কাছেই সমীহ করার মত দল। সেই সঙ্গে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের হারানোর পর টেস্টে আত্মবিশ্বাস বেড়ে গেছে বাংলাদেশের। এমনটাই মনে করেন ইয়ান চ্যাপেল।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য অনেক কঠিন একটা সফর হবে। আমি মনে করি তারাও এটি বিশ্বাস করে।’
এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বেতন-ভাতা সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছিল এ সিরিজে তার কোন প্রভাব থাকবে না বলে মনে করেন চ্যাপেল। তিনি বলেন, ‘দেনা-পাওনার বিতর্কের কারণে সফরটা খুব কঠিন হবে তা নয়, এটা কঠিন হবে বাংলাদেশের কন্ডিশনের জন্য এবং গত দেড় বছর বাংলাদেশ সত্যি উন্নতি করেছ।’
Advertisement
এমআর/জেআইএম