জাতীয়

চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট

চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনাগামী হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ (সোমবার) সকালে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে মদিনার উদ্দেশে প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি ছেড়ে যায়। বিমানের চট্টগ্রাম স্টেশন ম্যানেজার গোলাম নাসের আজমী এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ফ্লাইট বিজি-৭১০৯ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ৪১২ জন হজযাত্রী নিয়ে নিরাপদে উড্ডয়ন করে। এ সময় বিমানের কর্মকর্তারা তাদের বিদায় জানান। চট্টগ্রাম থেকে মদিনাগামী দ্বিতীয় ও শেষ ফ্লাইটটি মঙ্গলবার ছেড়ে যাবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই বিমানের হজ ফ্লাইট শুরুর পর ই-ভিসা জটিলতা আর যাত্রী সঙ্কট, সবমিলে এ পর্যন্ত বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশিদের নিয়ে শেষ হজ ফ্লাইট সৌদি আরব যাবে ২৮ আগস্ট। আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে ফিরতি ফ্লাইট, শেষ হবে ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Advertisement

আরএম/এমএমজেড/এমএস