জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের ৯০তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. সেলিম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর শফি আহমেদ, প্রভাষক সাইদা ফাতিমা প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পদার্থবিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইংরেজি বিষয়ে ৮৭জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।মো. আমিনুল ইসলাম/এসএস/আরআই
Advertisement