ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। মোট পাঁচটি ইউনিটের পরীক্ষা শেষ হবে ২০ অক্টবর। বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আজ (মঙ্গলবার) থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, ১৫ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ), ১৬ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের (নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগ), ২২ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ১৩ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২০ অক্টোবর শুক্রবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসব অনুষদে ভর্তির জন্য ৮ আগস্ট, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩১ আগস্ট, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এবার ৫টি ইউনিটের ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আবেদন ফি ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬ টাকা। বিকাশ, সিওরক্যাশ এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.jnu.ac.bdঅথবা http://admissionjnu.info এ পাওয়া যাবে।

Advertisement

এসএম/এসএইচএস/এমএস