তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ ১০-এ আসছে আইট্র্যাকিং সুবিধা

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি খুঁজতে সম্প্রতি পুরস্কারের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এবার এই অপারেটিং সিস্টেমে বিল্ট ইন আইট্র্যাকিং ফিচার চালুর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট।

Advertisement

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফিচারটি কাজে লাগিয়ে কি-বোর্ড বা মাউসের সাহায্য ছাড়াই চোখের ইশারায় বিভিন্ন প্রগ্রাম চালু, টাইপ এমনকি পেইজ স্ক্রলও করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী ডিভাইসের যে অংশে তাকাবেন সেটি অনুসরণ করে কাজ করবে ফিচারটি।

সংশ্লিষ্টরা বলছেন, ‘আই কন্ট্রোল’ নামের ফিচারটি শারীরিক প্রতিবন্ধীদের কম্পিউটার ব্যবহারে সহায়তা করবে।

ফিচারটির কার্যকারিতা ইতোমধ্যে পরীক্ষা করেছে মাইক্রোসফট। তবে কবে নাগাদ উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

Advertisement

আরএস/জেআইএম