আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৫০

আফগানিস্তানে জঙ্গি হামলায় কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

Advertisement

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় স্থানীয় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ওই হামলা চালানো হয়েছে।

প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

জঙ্গিরা গ্রামে ঢুকে মূলত শিয়া মুসলিম গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে। নারী এবং শিশুরাও ওই হামলায় নিহত হয়েছে।

Advertisement

ওই মুখপাত্র জানিয়েছেন, হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর সাত সদস্য এবং বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে।

তিনি জানিয়েছেন, তালেবান এবং আইএস জঙ্গিগোষ্ঠী একত্রে মিলে ওই হামলায় অংশ নিয়েছে। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশীও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সুন্নী মুসলিম জঙ্গিগোষ্ঠী।

তবে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে।

আফগান প্রেসিডেন্ট আসরাফ গনি ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

Advertisement

টিটিএন/জেআইএম