ফিচার

বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে (দেখুন ছবিতে)

বিয়ের অনুষ্ঠান চলছে। অতিথিদের পদচারণায় সরগরম বিয়ে বাড়ি। সুন্দর করে সাজানো হয়েছে বর ও কনেকে। তবে বর কনে কিন্তু মানুষ নয়, বিয়ে হচ্ছে দুটি ব্যাঙের মধ্যে। তীব্র খরার শেষে যেন বৃষ্টি আসে, এমনই প্রার্থণায় দেয়া হচ্ছে ব্যাঙের বিয়ে। আর এই অভিনব ঘটনাটি ঘটেছে ভারতের একটি গ্রামে। হিন্দু ধর্মীয় রীতি মেনে দুটি ব্যাঙকে হলুদ দিয়ে সাজানো হয় । সাজানো হয় চালন-কুলা। চালন-কুলায় রাখা হয় পান, সুপারি, দূর্বাঘাস, মিষ্টি, মাটির গুঁড়োসহ বিয়ের উপকরণ। দুই ব্যাঙের পক্ষে বিভক্ত হয়ে কিশোর-কিশোরীরাও সেজেছিল। চললো তাদের নাচ-গান পরিবেশনাও।উল্লেখ্য, ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। এমআর/এমএস

Advertisement