জাতীয়

গণমাধ্যমের যারা ইসির আমন্ত্রণ পাচ্ছেন

সুশীল সমাজের প্রতিনিধির পর এবার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ বুধ এবং বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সুশীল সমাজের সঙ্গে একদিন বৈঠক হলেও দেশে গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের প্রতিনিধির সঙ্গে দুই দিন বৈঠক করবে ইসি। এজন্য একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছে।

Advertisement

খসড়া তালিকায় ৭৪টি প্রতিষ্ঠানের সাংবাদিকদের নাম রয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ে এই তালিকা থেকে অনেকেই বাদ পড়তে পারেন আবার অনেকে যুক্তও হতে পারেন বলে জানা গেছে।

ইসি সূত্র জানায়, সাংবাদিকদের তিনটি বিভাগে ভাগ করেছে ইসি। অনলাইন, ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকা। প্রাথমিক তালিকায় অনলাইনের ৪জন, ২৮জন ইলেকট্রনিক মিডিয়া, ইংরেজি পত্রিকা থেকে ৮জন ও বাংলা পত্রিকা ও সাংবাদিক নেতাসহ ৩৪ জনকে আমন্ত্রণ জানানো হতে পারে।

জানা গেছে, বাংলা পত্রিকা থেকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মো. গোলাম সারওয়ার, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক খবরের সম্পাদক মিজানুর রহমান মিজান, দৈনিক গণকণ্ঠের সম্পাদক নিজাম উদ্দিন জিটু, যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুন উদ্দিন আহমেদ, সকালের খবরের প্রকাশক রোমো রউফ চৌধুরী, আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আনিস আলমগীর, দৈনিক হাজারিকা প্রতিদিনের সম্পাদক জয়নাল আবেদীন হাজারী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আবেদ খান, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমাউনকে আমন্ত্রণ জানানো হবে।

Advertisement

টেলিভিশন থেকে এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের উপদেষ্টা ও সিইও সরকার ফিরোজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, বাংলাভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক খালিদ মুহিউদ্দিন, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রেজানুল হক রাজা, গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, ৭১ টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, যমুনা টিভির চেয়ারম্যান নুরুল ইসলাম, চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জায়েদুল হাসান ও ডিবিসি টিভির সম্পাদক প্রণব সাহাকে আমন্ত্রণের প্রস্তুতি চলছে।

এছাড়া ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবীর, দি ইনডিপেনডেন্টের সম্পাদক এম শামসুর রহমান, দ্য বাংলাদেশ টুডের ভারপ্রাপ্ত সম্পাদক জোবায়ের আলম, দ্য ফিনানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দি নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, নিউ নেশনের সম্পাদক এ এম মোফাজ্জেল, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানও আমন্ত্রণ পেতে পারেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান, বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলা নিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনকে দাওয়াত দেয়া হবে।রেডিও টুডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ, রেডিও ধ্বনির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী প্রমুখ আমন্ত্রণ পারেন।

সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী।

Advertisement

এইচএস/ওআর/জেআইএম