খেলাধুলা

বিপিএলে পাঁচ বিদেশি নিয়ে শাহাদাতের ক্ষোভ

জাতীয় দলে চট্টগ্রামে। বৃষ্টির কারণে অনুর্ধ-১৯ দলও চলে গেছে ইনডোরে। আর হাই পারফরম্যান্স (এইচপি) ইউইনেরট প্র্যাকটিস শুরু হবে আগামীকাল (সোমবার) থেকে। ফলে দুপুর ১১টার পর থেকেই ফাঁকা হয়ে গিয়েছিল বিসিবি একাডেমি মাঠ। তবে এই ফাঁকা মাঠেও পাওয়া গেল জাতীয় দলের বাইরে থাকা পেসার শাহাদাত হোসেন রাজীবকে। তৈরি হচ্ছিলেন শারিরীক অনুশীলনের জন্য।

Advertisement

অনুশীলনের প্রস্তুতি নেয়ার ফাঁকেই তিনি কথা বলেন জাগো নিউজের সাথে। জানালেন বিপিএলে পাঁচ বিদেশি খেলানো নিয়ে তার ব্যক্তিগত ক্ষোভের কথা। তিনি মনে করেন, ‘দলগুলোয় পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত নেয়ায় দেশি ক্রিকেটাররা অবহেলিত হয়ে যাবে। তার মতে বিপিএলে পাঁচজন বিদেশি খেলানো ঠিক হচ্ছে না।’

বিপিএলে পাঁচজন বিদেশি খেলানো নিয়ে রাজীবের ক্ষোভ জানানোর কারণও আছে। পাঁচ বিদেশি খেলানোর ফলে দেশি ক্রিকেটার যারা বাদ পড়তে পারেন তাদের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে রাজীবেরও। এমনকি বিপিএলে দল পাবেন না এমন ধরেই তিনি নিজেকে তৈরি করছেন জাতীয় লিগের জন্য।

বিপিএলে দল পাওয়ার বিষয়টি সরাসরি না বললেও জানিয়েছেন বিপিএল কিংবা জাতীয় দল নিয়ে কিছুই ভাবছেন না এখন আর। তিনি বলেন, ‘আমি এখন বিপিএল বা জাতীয় দল নিয়ে কিছুই ভাবছি না। আমার সম্পূর্ণ মনযোগ এখন জাতীয় লিগ নিয়ে।’

Advertisement

কি ধরনের কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে রাজীব বলেন, ‘আমি মূলতঃ রিহ্যাবই করছি। আর তেমন কিছুই করছি না। আস্তে আস্তে নিজেকে ফিট করছি।’

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে শাহাদাতের অভিষেক ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিরুদ্ধে; যেটি ছিল ইংল্যান্ড সফরে বাংলাদেশের প্রথম ম্যাচও। একই ম্যাচে টেস্ট অভিষেক ঘটে এই ফরম্যাটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক মুশফিকুর রহীমেরও।

যখন তিনি জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তখন প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডেভ হোয়াটমোর এবং রাজীব ছিলেন দলের সবচেয়ে দ্রুতগতির বোলার। একই বছরে শাহাদাতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে কেনিয়ার বিরুদ্ধে ১৭ মার্চ। ২০১০ সালে তিনি এশিয়ান গেমসে প্রথম স্বর্ণজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন।

এমএএন/আইএইচএস/জেআইএম

Advertisement