ভিক্ষুক : স্যার, আগে তো দশ টাকা দিতেন। তারপর দিতেন পাঁচ টাকা, এখন দিচ্ছেন এক টাকা!রফিক : আগে অবিবাহিত ছিলাম। তারপর বিয়ে করলাম। কদিন হলো একটি সন্তান হয়েছে।ভিক্ষুক : ছি! ছি! আমার পাওনা টাকায় সংসার চালাচ্ছেন!***ছেলে : আম্মু, আমি না আব্বুকে ত্রিশ হাজার টাকা আয় করে দিলাম।মা : তুই এত টাকা কোথায় পেলি?ছেলে : আব্বু বলেছিল, পরীক্ষায় পাস করলেই আমাকে একটা কম্পিউটার কিনে দেবে। ওটা আর দিতে হবে না!***শিক্ষক: মন্টু, তুমি এক থেকে কত পর্যন্ত গুনতে পারো?মন্টু: দশ পর্যন্ত গুনতে পারি স্যার।শিক্ষক: মাত্র দশ পর্যন্ত! তুমি তাহলে বড় হয়ে কী হবে? কিছুই তো হতে পারবে না!মন্টু: কেন, স্যার, বক্সিংয়ের রেফারি তো হওয়া যাবে! এইচএন/এমএস
Advertisement