সিগার-প্রিয় মার্কিনিদের ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রবল। যুক্তরাষ্ট্রে প্রতি বছর ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। তাই ফুসফুস ক্যান্সার থেকে বাঁচতে কিউবা থেকে CimaVax EGF নামের একটি প্রতিষেধক আমদানি করছে যুক্তরাষ্ট্র।কিউবা বরাবরই মেডিক্যাল গবেষণায় জোর দিয়ে এসেছে। গত দু-দশকে দেশটি কয়েক কোটি বিলিয়ন খরচ করেছে শুধু গবেষণাখাতে। দেড় দশক আগে ফুসফুস ক্যান্সার-এর প্রতিষেধক CimaVax EGF আবিষ্কারের পরপরই তা ক্লিনিক্যালি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল লন্ডনে। সেখান থেকে ইতিবাচক রিপোর্ট আসার পর, ২০১১ থেকে কিউবায় এই ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। দেশটিতে ভ্যাকসিনটির দাম সাধারণের ধরাছোঁয়ার মধ্যে থাকায় প্রতি বছর ক্যান্সার আক্রান্ত দেশি-বিদেশি হাজার হাজার মানুষ ভিড় জমায়। এদিকে, কিউবার গবেষকদের দাবি, তাঁদের আবিষ্কৃত ভ্যাকসিনটি টিউমার কমাতে পারে, এমন অ্যান্টিবডি তৈরি করে। যে কারণে আক্রান্তের আয়ু কয়েক মাস বেড়ে যায়। জেআর/এমএস
Advertisement