তিস্তা নদীতে ব্রিজ নির্মাণসহ ১ হাজার ৭৭২কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের বৈঠকে পাঁচটি প্রকল্প অনুমোদনের কথা থাকলেও চারটির অনুমোদন দেওয়া হয়।প্রকল্পগুলো হল- চট্টগ্রাম জোনে বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়ায় পল্লী অবকাঠামো নির্মাণ, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং তিস্তা নদীর উপর ব্রিজ নির্মাণে।এর মধ্যে চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯ কোটি ৭০ লাখ টাকা। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়ায় পল্লী অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৬৪ কোটি ১১ লাখ টাকা। এছাড়া সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে ৭৩ কোটি টাকা এবং তিস্তা নদীর উপর ব্রিজ নির্মাণে ৩৬ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
Advertisement