সদ্যসমাপ্ত তিন সিটি নির্বাচনে নির্বাচনী ব্যয়ের হিসাব (রিটার্ন) জমা দেয়ার আগ্রহ নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। শনিবার পর্যন্ত নির্বাচিত তিন মেয়রসহ অর্ধশতাধিক প্রার্থী ব্যয়ের রিটার্ন জমা দিয়েছেন। আজ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার সময় শেষ হচ্ছে। ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৪৮ জন মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১ হাজার ১৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আইন অনুযায়ী তাদের প্রত্যেককে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে ব্যয় বিবরণী দাখিল না করা হলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ইসি। রিটার্নিং কর্মকর্তার কাছে ও ডাকযোগে ইসি সচিবালয়ে এ বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে। বিধান লংঘনে সর্বোচ্চ সাত বছরের দণ্ডের বিধান রয়েছে।এএইচ/এমএস
Advertisement