আন্তর্জাতিক

মোদির ‘গুরু নাইডু’ ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল জনতা পার্টির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির পার্লামেন্টের ভোটে বিরোধীদলীয় প্রতিদ্বন্দ্বি গোপালকৃষ্ণ গান্ধীকে বিপুল ব্যবধানে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Advertisement

অন্ধ্রপ্রদেশের ৬৮ বছর বয়সী নাইডু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি। শনিবারের ভোটে দেশটির স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীকে ২৭২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নাইডু।

ভারতের সংবিধান অনুযায়ী দেশটির ভাইস প্রেসিডেন্টের পদ অনেকটা অলঙ্কারিক। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা কার্যনির্বাহী ক্ষমতার অধিকারী।

তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপ্তি খুব বেশি নয়। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ভোট দিতে পারেন।

Advertisement

দুই কক্ষে ৭৮৫ জন সংসদ সদস্য থাকলেও শনিবার ভোট দেন ৭৭১ জন সাংসদ। ১৪ জন সাংসদ ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। লোকসভা ও রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সংসদ সদস্য রয়েছে যথাক্রমে ৩৩৮ ও ৭৫ জন।

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ম্যাজিক ফিগার ৩৩৮ ভোটের প্রয়োজন হলেও অন্ধ্রপ্রদেশের প্রবীণ রাজনীতিক ভেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬ ভোট। অন্যদিকে গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪ ভোট। ২৭২ ভোটের ব্যবধানে বিশাল জয় পেয়েছেন নাইডু।

রাজনীতিতে নামার আগে সম্প্রতি ভারতের নির্বাচিত ১৪তম প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দর সঙ্গে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সমাজসেবক সংঘে (আরএএস) সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন নাইডু।

পরপর দুই মেয়াদে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী হামিদ আনসারির মেয়াদ শেষ হবে ১০ অাগস্ট। পরের দিন পরবর্তী পাঁচ বছরের জন্য নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু।

Advertisement

এদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিজেপির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গুরু ভেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।

এসআইএস/আরআইপি