খেলাধুলা

১০০ মিটারে বোল্টকে হারিয়েছিলেন যুবরাজ!

কিংবদন্তির আজ শেষ দিন। অথ্যাৎ ক্যারিয়ারের শেষ দৌড়টা তিনি দিয়ে ফেলবেন গতি দানব উসাইন বোল্ট। সারা বিশ্ব আজ তাকিয়ে লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামের দিকে। বিশ্বসেরা এক অ্যাথলেটের বিদায় রাগিনি বাজবে আজ সেখানে। পুরো ক্রীড়া বিশ্ব শেষ দৌড়ের আগে বোল্টকে শ্রদ্ধা জানাচ্ছেন।

Advertisement

সবারমত বোল্টকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও। তবে তার শ্রদ্ধার জানানোর সঙ্গে একটা মজাও মিশে ছিল। সর্বপ্রথম বোল্টকে সম্মান জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে তিনি বোল্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘এটা যদি হয় তোমার শেষ প্রতিযোগিতামূলক দৌড়, তাতে কোনো সমস্যা নেই। কারণ, তুমি সব সময়ই থাকবে বিশ্বসেরা। ট্র্যাকের বাইরেও তুমি থাকবে সব সময় চ্যাম্পিয়ন। দ্রুততম।’

কোহলির পর বোল্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুবরাজ সিং। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে যুবরাজ বোল্টের উদ্দেশ্যে মজা করে লেখেন, ‘দেখো, এই ভ্রহ্মাণ্ডে সম্ভবত আমিই একমাত্র ব্যক্তি যে তোমাকে হারিয়েছিল।’ এরপরই শ্রদ্ধা ঝরে পড়লো যুবরাজের লেখায়। তিনি লিখেন, ‘তোমার উত্তরাধিকার তৈরি হবে না কখণও। সর্বকালের জন্যই তুমি সেরা।’

যুবরাজের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দৌড়ে বোল্টকে সত্যি সত্যি পেছনে ফেলে দিয়েছেন তিনি। মূলতঃ ২০১৪ সালে ব্যাঙ্গালুরুতে একটি প্রমোশনাল ইভেন্টে আসার পর সেখানে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন বোল্ট। তখনই যুবরাজের সঙ্গে একটি মজার দৌড়ে অংশ নেন তিনি। সেখানে ইচ্ছা করেই যুবরাজের কাছে হেরে যান বোল্ট।

Advertisement

ওই দৌড়ের আগেই অবশ্য কোহলি-যুবরাজদের সঙ্গে ক্রিকেটও খেলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব। ক্রিকেট খেলায়ও ছিল মজায়-মজায় ভরপুর। ৭ জন করে ছিল প্রতিটি দলে। সেখানে যুবরাজের দল প্রথমে করেছিল ৫৯ রান। জবাবে বোল্ট একাই ১৯ বলে করেন ৪৫ রান। ৫টি ছক্কার মার মারেন তিনি। যার মধ্যে ৩টি ছিল যুবরাজের বলে।

 

Looks like I'm the only man on this planet to beat u ever @usainbolt your legacy will forever be unmatched. Go well legend cause you're #fastestforever #livedareinspire

A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on Aug 4, 2017 at 8:32am PDT

আইএইচএস/জেআইএম/আরআইপি

Advertisement