আজ মঙ্গলবার বছরের তৃতীয় সুপারমুন। রাতের আকাশে যে চাঁদ হাসবে তার আকার স্বাভাবিকের চেয়ে বড় হবে। এর আগে গত ১১ জুলাই বছরের প্রথম সুপারমুন হয়। এরপর দ্বিতীয় সুপারমুন হয় ১০ আগস্ট।চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ও বড় দেখায়। তবে চাঁদের এ আকার খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়।এ বছরের পর এ ধরনের সুপারমুন দেখতে বিশ্ববাসীকে আরও এক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
Advertisement