শিক্ষা

মানসম্মত কলেজ বঞ্চিত হবে ৬২ হাজার মেধাবী শিক্ষার্থী

এবার দশ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় সর্বোচ্চ ফলাফল করেও (জিপিএ-৫) মানসম্মত কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে প্রায় ৬২ হাজার শিক্ষার্থী।ফলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

Advertisement

এবার এসএসসি পরীক্ষায় ৯৩ হাজার ৬৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর বাইরে রয়েছে মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ৩৩৮ ও কারিগরি বোর্ডে ৬ হাজার ৯৩২ জন। এছাড়া জিপিএ-৪ কোটায় আছে সাড়ে ৪ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী।

বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) হিসেবে দেখা গেছে, সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তিন হাজার ৭৫৭টি। যার মধ্যে মানসম্মত কলেজের সংখ্যা মাত্র পৌনে দুইশ মতো। এসব কলেজে আসন সংখ্যা ৫০ হাজারের মতো। অথচ এ বছর কেবল এসএসসি পরীক্ষায় ৯৩ হাজার ৬৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর বাইরে রয়েছে মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ৩৩৮ জন। আর কারিগরি বোর্ডে ৬ হাজার ৯৩২ জন। সবমিলে এবার এসএসসি ও সমানের পরীক্ষায় জিপিএ-৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

এসব শিক্ষার্থী মধ্য থেকে ভালো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে প্রায় ৬২ হাজার শিক্ষার্থী। এ অবস্থায় জিপিএ-৫ এর নিচে জিপিএ-৩.৫ পর্যন্ত মধ্যম মানের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে ঘোর অনিশ্চয়তা।

Advertisement

তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সাংবাদিকদের বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তির পর্যাপ্ত সুযোগ দেশে রয়েছে। যে সংখ্যক শিক্ষার্থী পাস করেছে, তারচেয়ে বেশি আসন কলেজগুলোতে রয়েছে। ফলে ভর্তি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

সরকার ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আগের মতোই এসএমএস পদ্ধতির বাইরে অনলাইনেও ভর্তি হতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত করেছে।

ভর্তি নীতিমালাএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তি প্রক্রিয়া এবার মোবাইলে এসএমএস এবং অনলাইনে সম্পন্ন করা যাবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে এই দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবে।

জানা গেছে, এবার দেশের প্রত্যেকটি কলেজকেই এই দুই পদ্ধতির (মোবাইলে এসএমএস এবং ইন্টারনেটে অনলাইনে) ভর্তি কার্যক্রমের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে হয় এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনে আবেদন করতে পারবে।

Advertisement

আরএস