খেলাধুলা

নিজেকে পেস অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চান মিশু

ছয় ফিট এক ইঞ্চি লম্বা এক তরুণ বিসিবি একাডেমিক ভবনের সামনে দাঁড়ানো। এক হাতে ছোট একটা ব্যাগ আর অন্য হাতে মোবাইল এবং মানিব্যাগ। কাছে যেতেই মিষ্টি একটা হাসি দিলো। কেমন আছেন জানতে চাইলে বললেন, ‘ভাল, তবে অনুশীলন না থাকায় ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে।’

Advertisement

কথা হচ্ছিল অনুর্ধ্ব-১৯ দলের পেস অলরাউন্ডার ইয়াসিন মিশুর সঙ্গে। আজ অনুশীলন না থাকার কারণে বিশ্রামেই ছিল পুরো দল। যখন মিশুর দেখা হলো, তখন তিনি একাডেমি ভবন থেকে যাচ্ছিলেন বাইরে একটা কাজে। এরই ফাঁকে কথা হলো জাগো নিউজের সঙ্গে। নানান আলোচনার মধ্যে তিনি জানালেন, বোলিং এর চেয়ে ব্যাটিংটা নিয়েই এখন বেশি কাজ করছেন।

এছাড়াও ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে এই বোলার বলেন, ‘অন্য সবার মতই আমারও স্বপ্ন অনুর্দ্ধ-১৯ দলের পর জাতীয় দলে খেলা। আর জাতীয় দলে একজন পেসার অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন পেস অলরাউন্ডারের দারুণ অভাব। মাশরাফি বিন মর্তুজাকে পেস অলরাউন্ডার হিসেবে ধরা হলেও ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই তিনি বেশি কার্যকর। ব্যাট হাতে কদাচিৎ উজ্জল হতে পেরেছেন তিনি। তার আগে খালেদ মাহমুম সুজন ছিলেন মিনি অলরাউন্ডার। সম্প্রতি নানা আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেটে একজন পেস অলরাউন্ডারের প্রয়োজনীয়তার কথা। ইয়াসিন মিশু সেই শূন্যস্থানটাই পূরণ করতে চান।

Advertisement

এখন কি নিয়ে কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে মিশু বলেন, ‘বর্তমানে আমরা ফিটনেস নিয়েই বেশি কাজ করছি। পাশাপাশি আমি ব্যাটিংটাকেও ঝালাই করে নেয়ার চেষ্টা করছি। সঙ্গে বোলিংটা আছেই। সেটা নিয়েও নিয়মিত কাজ করে যাচ্ছি।’

নিজের ব্যাটিং নিয়ে অনেক স্বপ্ন দেখেন এই পেসার। সব কন্ডিশনে যাতে নিজেকে মানিয়ে নিতে পারেন, সে জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদেরকে এখন বাউন্স বলে ব্যাটিং শেখানো হচ্ছে। যাতে আমরা নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে ব্যাট করার সময় বিপাকে না পড়ি।’

অনুর্ধ্ব-১৯ দলের চলমান ক্যাম্পের মূল লক্ষ্য কি? এ প্রশ্নের জবাবে মিশু বলেন, ‘মূলতঃ বিশ্বকাপকেই সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প। তবে তার আগে আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেলারও ইচ্ছা আছে আমাদের।’

আগামী বছর (২০১৮) জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে বসবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সে লক্ষ্যে এখন থেকেই নিজেদের প্রস্তুত করে তুলছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

Advertisement

অনুর্দ্ধ-১৯ দলের ক্যাম্প ছিল আজ বিরতি। তবে দু’জন ক্রিকেটার নিজেদের মত করে জিমনেশিয়ামে কিছুক্ষণ অনুশীলন করেছেন। এ ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে।

এমএএন/আইএইচএস/জেআইএম