পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে পর্যায়ক্রমে আবাসিক বিদ্যালয় স্থাপন করা হবে। আর ওই সব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের মানসম্মত ও উচ্চশিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ইতিমধ্যে রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালু করা হয়েছে। আর অতি দ্রুত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিও চালু করা হবে। এ বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে অত্যন্ত সুন্দরভাবে নৈসর্গিক পরিবেশ বজায় রেখে।ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রমুখ।সুশীল চাকমা/এআরএ/আরআইপি
Advertisement