জাতীয়

২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ড

২০১৫ সালে ভোটারদেরকে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী।মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ২০১৫ সালে ভোটারদেরকে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়া হবে। চলমান ভোটার তালিকা নিয়ে কারও কোন সুপারিশ থাকলে তা সানন্দে গ্রহণ করা হবে। সবাই মিলে সহযোগিতা করলে নির্ভুল ভোটার তালিকা পাওয়া সম্ভব।জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. রশীদুল হাসান, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান,  জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মলি্লক সাঈদ  মাহবুব ও জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বক্তব্য দেন।

Advertisement