বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির ডান হাতের বায়োপসি সম্পন্ন হয়েছে। ৪৮ ঘণ্টা পর বায়োপসির রিপোর্ট দেয়া হবে।
Advertisement
শনিবার সকাল ৮টার কিছু আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনতলার অপারেশন থিয়েটারে নেয়া হয়।
ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জাগোনিউজকে বলেন, মুক্তার বায়োপসি সম্পন্ন হয়েছে। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট দেয়া হবে। মুক্তা এখন ভালো আছে।
অপারেশন শেষে মুক্তাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
Advertisement
রিপোর্ট পাওয়ার পর আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে মুক্তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
এআর/এনএফ/এমএস