খেলাধুলা

‘টাকার জন্য পিএসজিতে আসিনি’

ট্রান্সফারের বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে অবশেষে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেন নেইমার। ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তিতে নেইমারের বেতন পড়বে সপ্তাহে ৫ লাখ ২০ হাজার পাউন্ড। এছাড়াও চুক্তির অংশ হিসেবে পিএসজির মালিকানাধীন হোটেলগুলোর লভ্যাংশের একটা অংশও পাবেন নেইমার।

Advertisement

এরপর থেকেই অনেকে মনে করছেন কাড়িকাড়ি অর্থের লোভেই নাকি বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। তবে নেইমার জানান টাকার জন্য আমি পিএসজিতে আসিনি।

পার্ক দেস প্রিন্সেসে সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘যারা এমন বলে, তারা আমাকে চেনে না। শুধু টাকার জন্যই আসিনি। আমি সুখী হতে চাই, আমার পরিবারকে সুখী রাখতে চাই। শুনে দুঃখ লাগছে যে, কিছু লোক ব্যাপারটাকে ওভাবে দেখছে। যদি শুধু অর্থেরই ব্যাপার হতো, তাহলে আমি অন্য কোথাও-ও যেতে পারতাম।’

এমআর/এমএস

Advertisement