মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মে. জে. (অব.) এটিএম আব্দুল ওহাব। তিনি নৌকা প্রতীক নিয়ে ৯৩ হাজার ১৮১টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় সিংহ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২ হাজার ৭৯০টি।এছাড়া এনএনপি সমর্থিত প্রার্থী কাজী তৈহিদুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ৯০২টি ভোট এবং বিএনএফ দলীয় প্রার্থী একেএম মুতাসিন বিল্লাহ টেলিভিশন প্রতীক পেয়েছেন ৭০৯টি ভোট। নির্বাচনে মোট ভোটারের ৩৩ শতাংশ ভোট পড়েছে।শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ১৪৪জন। ভোটকেন্দ্র রয়েছে ১৪০টি। বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে ১৩৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।উল্লেখ্য, গত ৯ মার্চ সংসদ সদস্য ডা. অধ্যাপক সিরাজুল আকবর মারা গেলে মাগুরা-১ আসনটি শূন্য হয়ে যায়।আরাফাত হোসাইন/এআরএ/আরআইপি
Advertisement