খেলাধুলা

রাসেলকে রুখে দিলো ব্রাদার্স

ম্যাচ শুরুর আগে ফেবারিট ছিল শেখ রাসেল। মাঠেও খানিকটা প্রাধান্য ছিল শফিকুল ইসলাম মানিকের দলের। কিন্তু ম্যাচ শেষে তাদের ঘরে ফিরতে হয়েছে ১ পয়েন্ট নিয়ে। গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে বিধ্বস্ত করা শেখ রাসেল।

Advertisement

ফেডারেশন কাপের ব্যর্থতার পর ভারতীয় জুনিয়র সুব্রতকে বিদায় করে ইতালিয়ান কোচ নিয়োগ দিয়েছে ব্রাদার্স। নতুন কোচের নেতৃত্বে ব্রাদার্স প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে বিজেএমসির সাথে। দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট খারাপ নয় কমলা জার্সিধারীদের।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচের পর কাদায় ভারী হয়েছিল মাঠ। কোনো দলের পক্ষেই ভালো খেলা সম্ভব নয় এমন মাঠে। তারপরও বেশ কয়েকটি আক্রমণ তৈরি করে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভাবনা জাগিয়েছিল ব্লুজরা। কিন্তু অপেক্ষাকৃত দূর্বল দলের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।তবে শেখ রাসেল সবচেয়ে সহজ সুযোগ হাত ছাড়া করে ৮০ মিনিটে। ডান প্রান্ত থেকে সিসের ক্রস থেকে ফজলে রাব্বীর হেড ব্রাদার্সের পোস্টে লেগে বল ফিরে আসে।

আরআই/এমআর

Advertisement