আন্তর্জাতিক

গাঁজার স্বর্গরাজ্য বানানো হচ্ছে যে শহর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোটা একটি শহর কিনে নিয়েছে গাঁজা দিয়ে বিভিন্ন পণ্য প্রস্ততকারক কোম্পানি অ্যামেরিকান গ্রিন। শহরটিকে গাঁজার জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Advertisement

ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের একটি, যেখানে গাঁজা বৈধ পণ্য হিসেবে বিবেচিত।

অ্যামেরিকান গ্রিনের কিনে নেয়া শহরটি হলো নিপটন। ৫০ লাখ ডলারে শহরটি কিনে নেয়ার ব্যাপারে চুক্তিও হয়েছে। এতে করে কোম্পানিটি মালিক হবে একশ ২০ একর জমির। ওই এলাকার মধ্যে রয়েছে একটি স্কুল, একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান।

শহরের সবকিছু সৌর ও বায়ু-শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি দিয়ে চালানোর ইচ্ছা আছে কোম্পানিটির। পরিবেশ-বান্ধব এক শহর হিসেবে নিপটনকে গড়ে তোলার ব্যাপারে প্রতিষ্ঠানটি মুখিয়ে থাকার ব্যাপারেও এক বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

অ্যামেরিকান গ্রিনের প্রধান ডেভিড গাথার বলেন, এখানে গাঁজার বিপ্লব হবে। আমরা এমনভাবে এই বিপ্লব ঘটাবো, ১৯ শতকে সোনার বিপ্লব যেভাবে হয়েছিল; ঠিক সেরকম।

পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং পরিবেশ-বান্ধব করে গড়ে তোলাই প্রধান লক্ষ্য হিসেবে জানানো হয়েছে।

সূত্র : বিজনেস ইনসাইডার।

কেএ/এমএস

Advertisement