কোপা ডেল রে-তে বার্সেলোনার পরই সবচেয়ে ধারাবাহিক ক্লাব বিলবাও। বার্সা সবচেয়ে বেশি ২৪বার চ্যাম্পিয়ন, বিলবাও ২২বার। শিরোপার সংখ্যা কম বেশি থাকলেও দুই দলের মধ্যে একটি জায়গায় মিল আছে। স্পেন থেকে নিজের স্বাধীন করার লক্ষ্যে জাতীয় সঙ্গীতের সময় শিস দিতে থাকে দুই দলের সমর্থকরা।এই ঘটনা ২০০৯ ও ২০১২-তে ঘটেছে। ফলে শাস্তির আশঙ্কা থাকলেও আরও একবার এই ঘটনা ঘটতে চলেছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ সময় আজ রাত ১.৩০ মিনিটে শুরু হবে দু`দলের এই লড়াই।আগামী ৬ ই জুন শনিবার জুভেন্তাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে কাতালানরা। তাই তার আগে বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালেও জিততে চায় লুই এনরিকের শিষ্যরা। তাছাড়া পরিসংখ্যানও কথা বলছে সুয়ারেজদের পক্ষেই।আগের শেষ ৫ বারের দেখায় প্রতিপক্ষের বিপক্ষে ৩বারই জয় তুলে নিয়েছে কাতালানরা। তাই আত্মবিশ্বাসেও প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও-এর চেয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। তাই ঘরের মাঠ ন্যু ক্যাম্পে জয় নিয়েই ট্রেবল জয়ের পথে এগিয়ে যেতে চায় বার্সেলোনা।এমআর/আরআই
Advertisement