জাতীয়

টাকা আত্মসাত: অব্যাহতি পেল জ্বালানি সচিবসহ ৫ জন

তথ্য-প্রমাণ না পাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশের (বিপিসি) ১৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিকসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশন সভায় অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।অব্যাহতি প্রাপ্তরা হলেন- জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব (বিপিসির সাবেক চেয়ারম্যান) আবু বকর সিদ্দিক, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব (বিপিসির সাবেক সচিব) আনোয়ারুল করিম, বিপিসির সাবেক চেয়ারম্যান এ কে এম জাফরউল্লাহ (অবসরপ্রাপ্ত সচিব), প্রাক্তন চেয়ারম্যান মেজর (অব.) মুক্তাদির আলী এবং চট্টগ্রাম ওয়াসার সদস্য (অতিরিক্ত সচিব) ও বিপিসির সাবেক ডিএমডি মো. আবদুল আউয়াল।দুদক কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন চুপ্পু  জানান, তদন্তে দালিলীক তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।২০১৩ সালের ১৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থানায় এ মামলাটি দায়ের করা হয়। এর আগে ২৪ আগস্ট অভিযুক্ত ওই পাঁচজনের শুনানি গ্রহণ করে কমিশন। শুনানি শেষে তাদের দেওয়া বক্তব্য পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

Advertisement