দেশজুড়ে

সিলেট বোর্ডে সেরা হবিগঞ্জের ৪ স্কুল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডের সেরা ২০-এ হবিগঞ্জের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল উচ্চ বিদ্যালয় অষ্টম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নবম, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম এবং মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ১৭তম স্থান লাভ করেছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪৪জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১১জন পরীক্ষার্থীর মধ্যে ২১০জন কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৯৯.৫৩ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৫জন। এদিকে, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫৮জনে ২৫৭ জন কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৯৯.৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৪০ জনের সবাই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। হবিগঞ্জ জেলায় পাসের হার ৮৪.৬৩ শতাংশ। এ জেলায় ১৩হাজার ৫৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ১১হাজার ৪৮৩জন পাস করেছে। এর মধ্যে ৬হাজার ৬২জন ছেলের মধ্যে ৫হাজার ১৫৭জন এবং মেয়ে ৭হাজার ৫০৭জনের মধ্যে ৬হাজার ৩২৬জন পাস করেছে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি

Advertisement