৩৮তম বিসিএস অনলাইনে ভুল আবেদনকারীদের পুনরায় আবেদন করার অনুমতি দিয়েছে বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
Advertisement
বলা হয়েছে, ৩৮তম বিসিএস অনলাইন আবেদনে বেশ কিছু আবেদনকারীর ভুল তথ্য পাওয়া গেছে। তার মধ্যে পিএসসি ১৪টি আবেদন শনাক্ত করেছে। সেসব আবেদনকারীকে পুনরায় আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
ভুল আবেদনগুলো পিএসসিতে অগন্য বলে বিবেচিত হয়েছে। এসব আবেদনকারীকে রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে আবেদন করার সুযোগ দিয়েছে পিএসসি কর্তৃপক্ষ।
এমআরএম/জেআইএম
Advertisement