সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগো নিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।প্রতিষ্ঠানে নাম : বাংলাদেশ শিল্পকলা একাডেমিপদের নাম : হিসাবরক্ষকপদ সংখ্যা : ০১বয়স : সাধারণ ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।বেতন : সর্বসাকূল্যে ১১,২৪০ টাকাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এমকম। হিসাবরক্ষক এবং ডাটা এন্ট্রি কাজে ৩-৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা : ০২বয়স : সাধারণ ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।বেতন : সর্বসাকূল্যে ৭,৮৫৫ টাকাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।আবেদনের ঠিকানা : প্রকল্প পরিচালক, বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্প, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।আবেদনের শেষ তারিখ : ২৫ জুন ২০১৫সূত্র : যুগান্তর, ৩০ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : এনার্জিপ্যাক ইলেক্ট্রনিক্স লিমিটেডপদের নাম : সিনিয়র ম্যানেজার/ম্যানেজারপদ সংখ্যা : ০১বিভাগ : প্রডাকশনশিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল/মেকানিক্যালঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : যেকোনো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শিল্পে ন্যূনতম ১০-১২ বছরের অভিজ্ঞতা, ৩-৪ বছর ব্যবস্থাপনা, সিলিং ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা।পদের নাম : ডেপুটি ম্যানেজার পদ সংখ্যা : ০১বিভাগ : আরডি অ্যান্ড কিউসিশিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল/মেকানিক্যালঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে ভারী এবং মাঝারি শিল্পে ন্যূনতম ৫-৭ বছর কাজের অভিজ্ঞতা। সিলিং ফ্যান উৎপাদনকারী শিল্পে ৩-৪ কাজের করার বাস্তব অভিজ্ঞতা।পদের নাম : ডেপুটি ম্যানেজার পদ সংখ্যা : ০১বিভাগ : মেইনটেনেন্সশিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল/মেকানিক্যালঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে ভারী এবং মাঝারি শিল্পে ন্যূনতম ৫-৯ বছর কাজের অভিজ্ঞতা। প্রেস মেশিন, সিএসসি মেশিন, গ্রান্ডিং মেশিন মেইনটেনেন্স এবং ডাই-কাস্টিং মেশিন চালানোর দক্ষতা অগ্রগণ্য।পদের নাম : প্রডাকশন ইঞ্জিনিয়ারপদ সংখ্যা : ০২বিভাগ : প্রডাকশনশিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল/মেকানিক্যালঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : ন্যূনতম ৪-৬ বছর কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিভাগের উপর কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রেস মেশিন, সিএসসি মেশিন, গ্রান্ডিং মেশিন মেইনটেনেন্স এবং ডাই-কাস্টিং মেশিন এবং পাউডার কোটিং চালনা ও মেইনটেনেন্স এর দক্ষতা অগ্রগণ্য।পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালপদ সংখ্যা : ০১বিভাগ : মেইনটেনেন্সশিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল/মেকানিক্যালঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট পদে ভারী এবং মাঝারি শিল্পে ন্যূনতম ২-৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা।পদের নাম : সুপারভাইজার পদ সংখ্যা : ১০বিভাগ : প্রডাকশন এবং আর এন্ড ডি এন্ড কিউসি শিক্ষাগত যোগ্যতা : ট্রেড কোর্স/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : সিলিং ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠানে ন্যূনতম ৭-৯ বছর কাজের অভিজ্ঞতা এবং সুপারভাইজার হিসেবে ন্যূনতম ২-৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।পদের নাম : সুপারভাইজার মেকানিক্যাল/ইলেকট্রিক্যালপদ সংখ্যা : ০২বিভাগ : মেইনটেনেন্সশিক্ষাগত যোগ্যতা : ট্রেড কোর্স/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : মেইনটেনেন্স সুপারভাইজার হিসেবে কমপক্ষে ১০-১২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা এবং ন্যূনতম ৩ বছর সিলিং ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্যপদের নাম : সিনিয়ন টেকনিশিয়ানপদ সংখ্যা : ০৩বিভাগ : প্রডাকশনশিক্ষাগত যোগ্যতা : ট্রেড কোর্স/এইচএসসি/এসএসসি অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা : সিলিং ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠানে ন্যূনতম ৪-৬ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কাজের অভিজ্ঞতা এবং সুপারভাইজার হিসেবে ন্যূনতম ২-৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।আবেদনের ঠিকানা : মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, এনার্জিপ্যাক ইলেক্ট্রনিক্স লিমিটেড, নভো টাওয়ার ২৭০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।আবেদনের শেষ তারিখ : ১০ জুন, ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : নন-লাইফ বীমা কোম্পানিপদের নাম : উপ-ব্যবস্থাপক (অবলিখন)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এমবিএ/এমকমসহ নন-লাইফ বীমা কোম্পানিতে অবলিখন বিভাগে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : উপ-ব্যবস্থাপক (পুনঃবীমা)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এমবিএ/এমকমসহ নন-লাইফ বীমা কোম্পানিতে পুনঃবীমা বিভাগে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : বীমা এজেন্ট/শাখা ইনচার্জ (মার্কেটিং) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এমবিএ/এমকমসহ নন-লাইফ বীমা কোম্পানিতে কাজ করার ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের আবেদন অগ্রগণ্য।আবেদনের ঠিকানা : বক্স নং ৩২/১৫, প্রযত্নে দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।আবেদনের শেষ তারিখ : ১৫ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজপদের নাম : অধ্যক্ষ শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি নীতিমালা অনুযায়ী। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে চাকরির ২ বছরের ন্যূনতম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : অধ্যাপক/সহকারী অধ্যাপক/সহকারী অধ্যাপকশিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি নীতিমালা অনুযায়ী।আবেদনের ঠিকানা : চেয়ারম্যান, এমএইচ শমরিতা হাসপাতাল ও কলেজ, ১১৭ লাভ রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮।আবেদনের শেষ তারিখ : ১৫ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)পদের নাম : ফিল্ড সাপোর্ট অফিসারপদের সংখ্যা : ৪ জনশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। উক্ত প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন স্কেল : ১৬,৫০০-১৭,৬৫০/-আবেদনের ঠিকানা : পরিচালনক, প্রশিক্ষণ ও মানবসম্পদ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়- বাড়ি নং ১৮৭, ইস্টার্ন রোড, লেন-২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬।আবেদনের শেষ তারিখ : ৭ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : সুপারসাইন কেবলসপদের নাম : মার্কেটিং এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তরমাসিক বেতন : আলোচনা সাপেক্ষেআবেদনের ঠিকানা : জিএম (জনসংযোগ), সুপারসাইন কেবলস, ১০৮ বিসিক রোড, ঠাটারীবাজার, ঢাকা-১২০৩।আবেদনের শেষ তারিখ : ২০ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডপদের নাম : সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারশিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআরএম লেবার ল, লজিস্টিক বিষয়ে বিবিএ/মাস্টার্স ডিগ্রিসহ বলিষ্ঠ একাডেমি ক্যারিয়ারে অধিকারী হতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠানে অন্তত ৫০০ জন কর্মী আছে এমন প্রতিষ্ঠানে ১২/১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : সিনিয়র স্টোর অফিসারশিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কর্মাস গ্রাজুয়েট এবং কোনো শিল্প প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সুদক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : সিকিউরিটি অফিসারশিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাশ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে সিকিউরিটি বিভাগ পরিচালনায় দক্ষ হতে হবে।আবেদনের ঠিকানা : সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড, বাড়ি নং ১৬০, রোড নং ১, (পূর্ব পাশ) বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬।আবেদনের শেষ তারিখ : ৭ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : কে সি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারপদের নাম : চেম্বার ডাক্তারবিভাগ : বক্ষব্যাধি, নিউরো মেডিসিন, নেফ্রেলজি, গ্যাস্ট্রোএন্টোলজি, মেডিসিন, (এমডি, এফসিপিএস) সকাল ও বিকালের জন্যপদ সংখ্যা : ৫ জনপদের নাম : আবাসিক চিকিৎসক বিভাগ : এমডি, এফসিপিএস ইন মেডিসিনপদ সংখ্যা : ৫ জনপদের নাম : ডিউটি ডাক্তারপদ সংখ্যা : ৫ জনপদের নাম : মেট্রন/সুপার পদ সংখ্যা : ২ জনপদের নাম : সিনিয়র স্টাফ নার্স বিভাগ : আইসিইউ/জেনারেল পদ সংখ্যা : ৫ জনপদের নাম : বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারপদ সংখ্যা : ২ জনপদের নাম : হাসপাতাল বিলিং অফিসারপদ সংখ্যা : ৩ জনপদের নাম : হাসপাতাল ফার্মাসিস্ট পদ সংখ্যা : ৩ জনপদের নাম : সিকিউরিটি গার্ডঅভিজ্ঞতা : সেনাবাহিনীর সাবেক সদস্যপদ সংখ্যা : ৫ জনআবেদনের ঠিকানা, জেনারেল ম্যানেজার, কে সি হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, ২৬২০, নোয়াপাড়া, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২৩০।আবেদনের শেষ তারিখ : ১৫ জুন ২০১৫সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।প্রতিষ্ঠানে নাম : ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারস লিমিটেডপদের নাম : প্রজেক্ট ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)অভিজ্ঞতা : রোডস ও হাইওয়েজ, রাজউক ও অন্যান্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করার ৫-৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারশিক্ষাগত যোগ্যতা : পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাঅভিজ্ঞতা : রোড কনস্ট্রাকশন যন্ত্রপাতিতে ৮-১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : সিনিয়র মেকানিকশিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/এসএসসিঅভিজ্ঞতা : রোড কনস্ট্রাকশন যন্ত্রপাতিতে ১০-১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : মেকানিকশিক্ষাগত যোগ্যতা : এসএসসি/অষ্টম শ্রেণি পাসঅভিজ্ঞতা : ৮-১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মেকানিকশিক্ষাগত যোগ্যতা : এসএসসি/অষ্টম শ্রেণিঅভিজ্ঞতা : রোড কনস্ট্রাকশন যন্ত্রপাতিতে ১০-১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম : অটো ইলেকট্রিশিয়ানশিক্ষাগত যোগ্যতা : এসএসসি/অষ্টম শ্রেণি পাসঅভিজ্ঞতা : রোড কনস্ট্রাকশন যন্ত্রপাতিতে ১০-১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।আবেদনের ঠিকানা : ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার লিমিটেড, ন্যাশনাল প্লাজা (১০ তলা), ১০৯, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা।সূত্র : প্রথম আলো, ২৯ মে ২০১৫।বিএ/আরআই
Advertisement