খেলাধুলা

‘অস্ট্রেলিয়া সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’

ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে যে অর্থনৈতিক মত পার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর হয়েছে। দু'পক্ষের সমঝোতা চুক্তিও হয়ে গেছে। ফলে নতুন কোন সমস্যা না হলে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া সিরিজ হবে যথা সময়েই। আর অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠিত সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ (বৃহস্পতিবার) নিজের ব্যক্তিগত অফিসে বসে সাংবাদিকদের এ কথা বলেন মিডিয়া কমিটির এই চেয়ারম্যান।

Advertisement

সংবাদ সম্মেলনে জালাল ইউনুস বলেন, ‘আমারা অবশ্যই আনন্দিত যে সিরিজটা হতে যাচ্ছে। কারণ সিরিজটা আমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আমাদের খুব বেশি বাংলাদেশে টেস্ট খেলার সুযোগ হয় না। তার উপর আমরা হোম গ্রাউন্ডে দুইটা/একটা টেস্ট ম্যাচ খেলবো, এটা খুব বড় ব্যাপার আমাদের জন্য। আর এজন্য আমরা খুব খুশি।’

তবে বিসিবি যেকোন পরিস্থিতির জন্যও প্রস্তুত ছিলেন বলেও জানান জালাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা তাদের (অস্ট্রেলিয়া) একটা ইন্টার্নাল প্রবলেম ছিল। আর প্রবলেমটা ছিল ক্রিকেট বোর্ড আর ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে। আমরা জানতাম একদিন না একদিন তারা এটা সমাধান করে ফেলবে। যেহেতু আমাদের সিরিজটা শুরু হওয়ার কথা আগস্ট মাসের শেষের দিকে, সেহেতু আমাদের হাতে সময় ছিল। আর এটাও আমাদের কনফিডেন্ট ছিল যে, সিরিজটা শুরু হওয়ার একদিন আগেও যদি তারা আমাদের আসার কথা বলতো, আমরা সেভাবে প্রস্তুত ছিলাম।’

Advertisement

সিরিজ নিশ্চিতে বিষয়ে অস্ট্রিলিয়া বোর্ড কিছু জানিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিবিকে এখনও অফিসিয়ালি কিছু তারা জানায়নি। এমনকি এর আগেও তারা নেগেটিভ কিছু বলেনি। সিরিজটা সব সময়ই হওয়ার কথা ছিল। কোন সময় তারা এক সেকেন্ডের জন্যও মনে করে নাই এই সিরিজটা হবে না। এমন কি তাদের কাছ থেকে এমন কোন নেগেটিভ তথ্যও কখনও পাইনি। এই জন্যই তারা গত সপ্তাহে একটা নিরাপত্তা দল পাঠিয়েছিল। তারা এখানকার নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থা দেখে। সবকিছু দেখে তারা যথেষ্ট খুশি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এরপর দক্ষিণ আফ্রিকা যাবো। আর দক্ষিণ আফ্রিকা যাবার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলা অনেক বড় অভিজ্ঞতা। দুই দুইবার তারা (অস্ট্রেলিয়া) সিরিজ পেছানোর পরও যে আসছে, এ জন্য আমরা খুবই খুশি। আর ডেফেনেটলি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা ব্যাপার।’

উল্লেখ্য, আজ এক বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড দুই পক্ষের সমঝোতার বিষয়টি ঘোষণা দেবেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) স্থানীয় সময় সাড়ে চারটায় সংবাদ সম্মেলন হওয়ার কথা।

এমএএন/এমআর/জেআইএম

Advertisement